ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে মোঃ মনির হোসেনকে আহব্বায়ক ও মোঃ শাজাহানকে সদস্য সচিব করে উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।
শুক্রবার( ২৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পেডে সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন বাহার ও সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লবের যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোঃ মনির হোসেন ও সদস্য সচিব মোঃ শাজাহান জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল আলম মানিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার এবং সদর উপজেলা আহ্বায়ক আওলাদ হোসেন বাহার ও সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।