ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় যুব দল নেতা মোঃ বিল্লাল হোসেন জন্মবার্ষিকী পালিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2025 ইং
জনতার বাংলাদেশ ছবির ক্যাপশন: জনতার বাংলাদেশ
ad728
ভোলা সদর উপজেলা যুবদল নেতা মোঃ বিল্লাল হোসেনের ৪০ তম জন্মদিন পালিত হয়েছে। 
রবিবার (২ফেব্রুয়ারী ২০২৫) বরেণ্য‌ রাজনী‌তি‌বিদের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া ও কেক কাটা অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে ৬নং ধনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠ‌নের নেতৃবৃন্দসহ ধনিয়া ইউনিয়ন যুব সমাজসহ এলাকাবাসী।

অনুষ্ঠা‌নের শুরু‌তেই মোঃ বিল্লাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠা‌নের আ‌য়োজকরা। এসময় এলাকাবসীর ভা‌লোবাসায় সিক্ত মোঃ বিল্লাল হোসেন আবেগাপ্লুত ক‌ন্ঠে জন্মদিনের অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর আজ সকলে একত্রিত হতে পেরেছি । এটাই সবচেয়ে বড় পাওয়া।কোনো দিন হয়তো জন্মদিন পালন করব না। কারণ কোনোদিনই আমি জন্মদিন পালন করি না। আজ‌কে হঠাৎ তোমা‌দের এমন আ‌য়োজন আমা‌কে আবেগাপ্লুত করে‌ছে। আ‌মি অনুধাবন কর‌তে পে‌রে‌ছি যে এলাকার মানুষ আমা‌কে কতটা ভা‌লোবা‌সে।

তিনি আরও বলেন, আজ মানুষের যে ভালোবাসা পেলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। সবার ভালোবাসা পেয়ে আমি অভিভূত। যতদিন বেঁচে থাকব ততদিন আজকের স্মৃতি আমাকে প্রেরণা দেবে।

এ সময় উপস্থিত ছিলেন, ধনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফেরদাউস বাহাদুর, ধনিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ রাকিব হাওলাদার,ধনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জিয়াদ,যুব দল নেতা মোঃ রিপন কাজী, মোঃ খোকন,মোঃ হাসান হাওলাদার, বশির মাঝি, মোঃ মাহাবুব, মোঃ সুমন,মোঃ ইব্রাহীম, মোঃ সবুজ, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জামাল, আকতার হোসেন,

নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল

কমেন্ট বক্স