ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেটসহ গ্রেফতার -৩
-
নিউজ প্রকাশের তারিখ :
Feb 15, 2025 ইং
ছবির ক্যাপশন: জনতার বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট : ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ইং ১৩/০২/২০২৫ তারিখ ভোলা জেলার বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ভূয়া ম্যাজিস্ট্রেট ১। আফরান শুভ (২২), পিতা-মোঃ কবির, মাতা-শিরিনা বেগম, সাং-চরগোয়ালিয়া ৪নং ওয়ার্ড, থানা-মনপুরা, জেলা-ভোলা, আনসার সদস্য ২। মোঃ হারুন অর রশিদ (৪৩), (আনসারের পিসি, যাহার নম্বর-৬৭৬২), পিতা-মৃত আঃ রব হাওলাদার, সাং-হাসাননগর ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, গাড়ী চালক ৩। মোঃ বাবুল হাওলাদার (৩০), পিতা-মোঃ নাছির হাওলাদার, সাং-হাসাননগর ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদেরকে বোরহানউদ্দিন ও লালমোহন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআই নাজমুল হাসানসহ একটি চৌকশ টিম । আসামীদের হেফাজত থেকে ভূয়া পরিচয়পত্র, ভূয়া জরিমানা আদায়ের রেজিস্টার, ভূয়া বাজার মনিটরিং অনুমতি পত্রসহ অপরাধ কার্যে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল
কমেন্ট বক্স