ঢাকা | বঙ্গাব্দ

আব্দুল হাই’র বহিস্কারাদেশ প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2025 ইং
জনতার বাংলাদেশ ছবির ক্যাপশন: জনতার বাংলাদেশ
ad728
স্টাফ রিপোর্টার ॥ চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হাইর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগ এনে তাকে যে বহিস্কার করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন রবিবার এ বহিস্কারাদেশ প্রত্যাহার করেন।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগ এনে চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হাইকে গত বছরের ৭ সেপ্টেম্বর তাকে দল থেকে বহিস্কার করা হয়। ওই বহিস্কারের বিরুদ্ধে আবেদন করেন আব্দুল হাই। আবেদনের প্রেক্ষিতে অধিকতর তদন্ত সাপেক্ষে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় স্ব-পদে বহাল রেখে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সাথে সাথে আজ থেকে পুনরায় চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে দলকে সু-সংগঠিত এবং শক্তিশালী করার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল

কমেন্ট বক্স