ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় নাগরিক প্রজন্ম দলের আহ্বায়ক কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2025 ইং
জনতার বাংলাদেশ ছবির ক্যাপশন: জনতার বাংলাদেশ
ad728
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল ভোলা সদর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আব্দুস সহিদ তালুকদারকে আহবায়ক ও মোঃ হাসান মাহমুদ তানভীর মুনশিকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ নাগরিক প্রজন্ম দল ভোলা জেলা কমিটির আহবায়ক মোহাম্মদ আরিফ মাতাব্বর ও সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে তাজউদ্দীন আহমেদ হারুন তালুকদার, মোঃ কামরুল হাসান, জহিরুল ইসলাম ভুট্টোকে সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৯১ দিনের জন্য ঘোষণা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক মোহাম্মদ আরিফ মাতাব্বর, মোঃ ইব্রাহিম হোসেন, জেলা যুগ্ম আহবায়ক মোহাম্মদ লোকমান হোসেন, ভোলা সদর উপজেলা শাখার আহবায়ক আব্দুস সহিদ তালুকদার, সদস্য সচিব তানভীর হোসেন মুন্সি ও মিরাজ হোসেন প্রমূখ। বক্তাগণ দলীয় কর্মকা-ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। যাতে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো শক্তিশালী করে গড়ে তোলা যায়। এ সময় নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকলেই ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ রাইসুল আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বিনীতভাবে আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল

কমেন্ট বক্স