ঢাকা | বঙ্গাব্দ

সমবায় ব্যাংক লিমিটেড ভোলার ৯৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2025 ইং
জনতার বাংলাদেশ ছবির ক্যাপশন: জনতার বাংলাদেশ
ad728



দাউদ ইব্রাহীম সোহেল,স্টাফ রিপোর্টার:
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে, সময় ব্যাংক লিমিটেড ভোলার ৯৫ তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। 



বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ভোলা নতুন বাজার সমবায় ব্যাংক লিমিটেড ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন অদুদ। 

ভোলা সমবায় ব্যাংক লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, সমবায় ব্যাংক লিমিটেড ভোলা এর নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, সমবায় ব্যাংক লিমিটেড ভোলা এর পরিচালক মোঃ নুরুল ইসলাম মিয়া, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, মোঃ কামরুল হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল বাশার বুলবুল, মোঃ শাহজাহান সুমন। ভোলা জেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ সমবায় সমিতির সদস্য বৃন্দ।

বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমবায় ব্যাংক লিমিটেড কর্মকর্তা নাজমুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন সমবায় অফিসার কেশব চন্দ্র মাঝি।

এসময় বক্তারা সকল সমবায়দেরকে সমবায় সমিতি গুলো সক্রিয় করার জন্য অনুরোধ করেন এবং পুরাতন শেয়ার পূণ্য বিন্যাস করে বর্তমান বাজার মূল্য নির্ধারণ করার জন্য আহ্বান জানান সমবায়ীরা। এই সভায় মৃত সকল সমবায়দের উপর শোক প্রস্তাব এনে দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল

কমেন্ট বক্স