ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় আ'লীগ নেতার হামলায় মসজিদ কমিটির ক্যাশিয়ার সহ গুরুতর আহত-৩

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2025 ইং
জনতার বাংলাদেশ ছবির ক্যাপশন: জনতার বাংলাদেশ
ad728


আশিকুর রহমান শান্ত

ভোলা প্রতিনিধি 


ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড় চরসামাইয়া গ্রামের কাঁটা বাগান বাজারে  ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইয়াছিন মাষ্টার (৫০), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফোরকান (৪৫), ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন (২২), ফরহাদ মিলে চরসামাইয়া ইউনিয়ন পরিষদ জামে মসজিদ এর কোষাধ্যক্ষ মোঃ ইসহাক মিয়ার উপর হামলা চালায়। হামলার খবর পেয়ে ইসহাক এর দুই ছেলে মোঃ ফিরোজ (৪০), আনোয়ার হোসেন শামিম (৩৩) বাবাকে বাঁচাতে ছুটে আসলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা তাদের দুইজন কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।


গত শনিবার বিকাল সাড়ে ৫ টার সময় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত আনোয়ার হোসেন শামিম বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ফোরকান আমার বাবা মোঃ ইসহাক মিয়ার কাছ থেকে মসজিদের ৬০০ টাকা তাকে দিতে বলে। যেহেতু আমার বাবা মসজিদের কোষাধ্যক্ষ সেহেতু সে জানতে চায় কেন তাহাকে ৬০০ টাকা দিতে হবে। এটি জানতে চাওয়ার কারণে তারা আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে গায়ে হাত দেয়। উক্ত ঘটনা আমরা জানতে পেরে ফোরকান কে জিজ্ঞেস করলাম কেন তারা একজন বয়স্ক লোকের সাথে এ ধরনের কাজ করেছে। এটি জিজ্ঞেস করার সাথে সাথেই কিছু বুঝে ওঠার আগে পাশের দোকান থেকে একটি ছুরি নিয়ে এসে তারা এলোপাথাড়ি আমাদেরকে কুপিয়ে যখন করে। পরবর্তীতে আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। 


এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান সহ দুজন পুলিশের হাতে আটক হয় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।


এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে মুল অভিযুক্ত ফোরকান সহ ২ জন কে আটক করতে সক্ষম হয়েছি।

নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল

কমেন্ট বক্স