জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে এক ব্যবসায়ীর মোবাইল শপে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দ্রুত পুলিশ ক্যাম্প পূর্ণবহাল করার দাবি জানান।
সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে কালিশুরী বাজারের প্রধান সড়কে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-যুবকসহ ৪ শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী এনায়েত তালুকদারের মালিকানাধীন “তালুকদার মোবাইল শপ” নামের একটি পাইকারি মোবাইল দোকানে গত শনিবার (১৫ মার্চ) ভোর রাতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তালা ভেঙে দোকানে প্রবেশ করে মূল্যবান ১২৮টির বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার বাজার মূল্য ৩০ লাখ টাকা ,সার্ভিসিংয়ের জন্য আসা ১০টি মোবাইল ফোন ও তিন দিনের বিক্রির নগদ ২ লাখ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা(ধলু), কালিশুরী বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ফয়সাল মোল্লা, কাপড় ব্যাবসয়ী সমিতির সভাপতি এটিএম সিদ্দিক , ব্যাবসয়ী দুলাল হোসেন ও বশির মৃধা।
মানববন্ধনে বক্তারা বলেন, কালিশুরী বাজার একসময় পুলিশ ক্যাম্পের আওতায় ছিল,বিগত ফ্যাসিস্ট আমলে পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার পর আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি । প্রসাশনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, যার কারণে চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে।এই বাজারটা বাউফলে ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ বাজার হলেও বর্তমানে গুরুত্বহীন অবস্থায় আছে ।
ব্যবসায়ী এনায়েত তালুকদার বলেন, এই বাজারের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা চরম আতঙ্কে আছেন। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে টহল পুলিশ বাড়ানো হবে এবং পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।ভুক্তভোগীকে মামলার জন্য অভিযোগ দিতে বলা হয়েছে,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সিসি ক্যামেরা ফুটেজ দেখে ৩-৪ জনের চেহারা চিহ্নিত করা হয়েছে কিন্তু সনাক্ত করা যায়নি।