ঢাকা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খুলনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় খুলনা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, গণ টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান এবং দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দৈনিক আমাদের দেশ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার নাজমুজ্জামান রনি, খুলনা মেট্রোপলিটন স্কুলের গণিত বিভাগের শিক্ষক আদিলুর রহমান আদিল এবং ইংরেজি শিক্ষক আরিফুর রহমান আরিফ। এছাড়া মাহী, অহনা, অর্নব, তালহা, মাসুদ, সান, সালমান, জিহান, হুজাইফা, মিতু, দোহা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার শেষে দোয়া পরিচালনা করেন নাজমুজ্জামান রনি। আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি ও মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর লক্ষ্যে এই ইফতারের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পাশাপাশি শিক্ষা ও মানবাধিকার ইস্যুতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।