প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2025 ইং
পটুয়াখালীর বাউফলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
।
জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার নুরাইনপুর অগ্রানী বিদ্যাপীট মাঠে সূর্যমনি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সূর্যমনি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক
সোহরব হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ইভান, বাউফল উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এড গাজী জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব সোহেল আকন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জনতার বাংলাদেশ