প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2025 ইং
ভোলায় বোরহানউদ্দিনে বয়ার চরে দাদা ভাইকে চাঁদা দিয়ে করতে হবে চাষাবাদ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর বয়ার চরে তরমুজ চাষ করতে হলে অজ্ঞাত চাঁদাবাজ লিডার দাদা ভাইকে (ছদ্মনাম) একর প্রতি ১ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে মুখোশ দারী একদল সন্ত্রাসী গভীর রাতে বয়ার চরে থাকা চাষাদের টং ঘরে তাদেরকে জিম্মি করে বগিদা, রামদা সহ দেশীয় অস্ত্র দেখিয়ে দাদা ভাইকে 01334808690 এই নাম্বারে উক্ত টাকা পাঠিয়ে দেওয়ার জন্য বলেন। অন্যথায় সকলকে মেরে চরে পুঁতে রাখবে বলে হুমকি দেয়।
এই চরটিতে প্রায় ১৫ বছর যাবত তরমুজ এর চাষাবাদ হয়ে আসছে। এই চাষিরা বেশ কয়েক বছর যাবত এখানে তরমুজ চাষ করে আসছে। কিন্তু হঠাৎ করে চাঁদাবাজ সন্ত্রাসী দাদা ভাইয়ের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর চড়াও হয়ে মোটাঙ্কের চাঁদা দাবি করে। যা নিয়ে কৃষকরা রীতিমতো দুশ্চিন্তায় ভুগছেন।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ মোরশেদ বলেন, তারা বগিদা আমার গলায় ধরে আমাকে উক্ত নাম্বারটি দিয়ে বলেছে এই নাম্বারে একর প্রতি এক লক্ষ টাকা করে চাঁদা তাদেরকে পাঠিয়ে দিতে। অন্যথায় আমাদেরকে এখানে চাষাবাদ করতে দেবে না।
ভুক্তভোগী কামরুল ইসলাম বলেন, ওরা ৪ জন বগিদা নিয়ে এসে প্রথমে আমাদের সকলের মোবাইল গুলো নিয়ে যায়। তারপর বলে দাদা ভাইকে চাঁদা না দিয়ে এখানে চাষাবাদ করা যাবে না।
চাষী আলহাজ্ব আব্দুল মমিন বলেন, এই ঘটনা শোনার পর আমরা চরে এসে আমাদের চাষীদের সাথে কথা বলেছি। তারা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। বিচ্ছিন্ন চড়ে গভীর রাতে দেশীয় অস্ত্র সহ এভাবে তাদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। অতি দ্রুত এ বিষয়ে তদন্ত করে এই দাদাভাইকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি।
ভুক্তভোগী আরোও কয়েক জন চাষি বলেন, আমরা বাড়ির দলিল ও স্বর্ণ অলংকার বন্ধক রেখে তরমুজ চাষ করতে আসছি বয়ার চরে। তরমুজের চারা রোপণ করার কয়েকদিন পরেই রাতের অন্ধকারে আমাদের উপর দাদা ভাইয়ের নামে এক দল ডাকাত আক্রমণ করে। যদি আমাদের এই রকম চাঁদা দিতে হয় তাহলে আমাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জনতার বাংলাদেশ